নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা বিজয় রায়ের পরলোক গমন,রাষ্টীয় মর্যাদায় শেষকৃত্য

উত্তম কুমার পাল হিমেলঃ নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের আদিত্য্যপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা বিজয় ভূষন রায়(৮৫) পরলোক গমন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সন্মুখে সমরের বীর সেনানী বিজয় ভূষন রায় বিজয়ের মাসের শেষদিনে ৩১ শে ডিসেম্বর মঙ্গলবার বেলা ২.৩০ মিনিটের সময় তিনি নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মৃত্যুর খবর শোনে নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,চৌধুরী ফয়সাল শোয়েবসহ বিভিন্ন সামাজিক পেশার লোকজন একনজর দেখার জন্য বাড়ীতে ছুটে যান।
ঐদিন দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপের নের্তৃত্বে উপজেলা প্রশাসনের চৌকসদল রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে জাতির এ শ্রেষ্ট সন্তানের প্রতি সম্মান জানান। পরে মঙ্গলবার সন্ধ্যায় আদিত্যপুর গ্রামে পারিবারিক শ্মশানঘাটে তারঁ শেষকৃত্যানুষ্টান সম্পন্ন হয়। বীর মুক্তিযোদ্ধা বিজয় ভূষন রায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়,সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলমহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ শোক জরঞাপন করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।