হরতাল-অবরোধে দেশের অর্থনীতির প্রচণ্ড ক্ষতি হচ্ছে: পরিকল্পনামন্ত্রী
সুরমা টাইমস ডেস্কঃ
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, হরতাল-অবরোধে দেশের অর্থনীতির প্রচণ্ড ক্ষতি হচ্ছে। গ্রামের মানুষ হরতাল-অবরোধ চায় না, তারা চায় উন্নয়ন। তারা চায় সুন্দর জীবনযাপন৷ যারা রাজনীতির নামে মানুষকে কষ্ট দিবে, আইনবিরোধী কাজ করে দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশের অর্থনীতির ক্ষতি করতে চায় তাদের কঠোরভাবে প্রতিহত করতে হবে৷
রাজনীতির নামে দেশে যারা অশান্তি সৃষ্টি করছে তারা হয়তো ভুলে গেছেন বাংলার মানুষ লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিল।
প্রয়োজনে আবারও লড়াই করে উন্নয়নের সংগ্রাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চালিয়ে যাবে।
আজ রোববার (৫ই নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের আঞ্চলিক কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বোরোধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনের আরও ৯০ দিন বাকি এখন সঠিকভাবে সব বলা যাবেনা। মাঠপর্যায়ে আমরা ঘুরে দেখছি ৮০ থেকে ৯০ ভাগ পরিবেশ তৈরি হয়েছে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে, মানুষের মাঝে আনন্দ-উদ্দীপনা বাড়তে থাকবে। যারা নেতিবাচক চিন্তা করছেন তাদের সকল চিন্তা নির্বাচনী জোয়ারে ভেসে যাবে। মানুষ ভোটে যাবেন, ভোট দেবেন, কারণ তারা উন্নয়ন চান। দ্রব্যমূল্যে নিয়ে মন্ত্রী বলেন, আমরা স্বীকার করছি দেশে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। তবে আমরা চেষ্টা করছি সেটা নিয়ন্ত্রণে রাখার।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সুনামগঞ্জের মানুষকে ভালোবাসেন। তার উৎসাহ উদ্দীপনায় আমরা সুনামগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়ন করছি৷ আমাদের যাত্রাপথে কপাটের পরে কপাট খুলছে। আজ মেডিকেল, ধান গবেষণা ইন্সটিটিউট, এরপর বিটাক, আজিজুন্নেছা ভোকেশনাল ইন্সটিটিউট, মুন্সি আরফান আলী ইউসেফ শ্রম ও কর্মসংস্থান ইন্সটিটিউট। সুনামগঞ্জে রেল আসবেই৷ সুনামগঞ্জে আমরা বিমানবন্দর করবো। উড়াল সড়কের কাজ ইতিমধ্যে শুরু হয়েগেছে৷ শুধু কাজ আর কাজ আমাদের কাজের শেষ নেই। সুনামগঞ্জের জন্য আমার আরও স্বপ্ন আছে সেই স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা চাই।
এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ও পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ বক্তব্য রাখেন।