বৃষ্টিকে উপেক্ষা করে কবি রাধাপদ রায়ের পাশে সিলেটবাসী

সুরমা টাইমস ডেস্কঃ

কুড়িগ্রামের চারণকবি রাধাপদ রায়ের ওপর সাম্প্রদায়িক দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে শুক্রবার (৬ অক্টোবর) সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পোয়েটসপিডিয়া-বাংলা রাইটার্স ক্লাবের উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ক্লাবের আহ্বায়ক রিপন আহমদ‘র সভাপতিত্বে ও সদস্য সচিব সালেহ আহমদ‘র সঞ্চালনায় বৃষ্টিবিঘ্নিত এই প্রতিবাদী সভায় সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে এই সভাকে সফল করে তুলেন।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সিলেট জেলা সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, কবি ও সহকারি অধ্যাপক জান্নাত আরা খান পান্না,

সাহিত্যিক-সংগঠক তারেশ কান্তি তালুকদার, আইনজীবী ও শিক্ষক মো. আব্দুল মালিক, কবি সন্তু চৌধুরী, শিক্ষক চন্দন দেবনাথ, সংগঠক জেসমিন আক্তার, ছাত্রনেতা মাসুদ রানা চৌধুরী, তোফায়েল আহমদ জুমান মুক্তা, বিজয় করিম, আব্দুল লতিফ, আলমগীর আহমদ সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলার নেতৃবৃন্দ একাত্মতা পোষণ করেন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।