গোয়াইনঘাট প্রতিনিধি ::
গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি স্থগিত করা হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠায় ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের কমিটি স্থগিত করে সিলেট জেলা কমিটি।
আজ শনিবার (২৩শে সেপ্টেম্বর) সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক পিংকু ধর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়-
গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত ৯ নং ডৌবাড়ি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ কমিটি গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগ কমিটির দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের সাথে পরামর্শ করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে গোয়াইনঘাট উপজেলার ৯ নং ডৌবাড়ী ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের কমিটি স্হগিত করা হয়েছে।
উল্লেখ্য গত বুধবার ২১শে সেপ্টেম্বর ডৌবাড়ি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন করে কমিটি ঘোষণা করা হয়।