গণতন্ত্র পুনরুদ্ধারে ২১ সেপ্টেম্বরের রোডমার্চ সর্বাত্মকভাবে সফল করতে হবে-নাসিম হোসাইন

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বিচারে কারাবন্দী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর।

বিশেষজ্ঞ চিকিৎসকগণ বার বার তাকে বিদেশে নিয়ে চিকিৎসাগ্রহণের পরামর্শ দিলেও সরকার এ নিয়ে টালাবাহানা শুরু করেছে। ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রীকে বিনা চিকিৎসার মৃত্যুর মূখে ঠেলে দিচ্ছে। এর পরিনতি ভালো হবেনা। ফ্যাসিস্ট সরকারের দিন ফুরিয়ে আসছে।

 

যেনতেন উপায়ে নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র জাতি সফল হতে দিবেনা। নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার ব্যবস্থা পূনর্বহাল করে এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে।

 

সরকার পতনের এক দফা দাবীতে আগামী ২১ সেপ্টেম্বর সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা ময়দানের রোডমার্চকে সর্বাত্মকভাবে সফল করতে মহানগর বিএনপি ও ৪২ টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

তিনি সোমবার বিকেলে আগামী ২১ সেপ্টেম্বরের রোডমার্চ শেষে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ সফলের লক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন এবং ৪২টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিদ, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আমির হোসেন, নিহার রঞ্জন দাস, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হুমায়ুন আহমেদ মাসুক, আফজাল উদ্দিন, বিএনপি নেতা রেজাউল করিম নাচন, মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম, মহানগর ওয়ার্ড বিএনপি সভাপতিবৃন্দের মধ্য থেকে মোঃ বদরুদ্দোজা বদর, মুফতি রায়হান উদ্দিন মুন্না,

মোঃ লুৎফুর রহমান চৌধুরী, আব্দুর রহিম মল্লিক, আব্দুল হাকিম, শোয়াইব আহমদ সোয়েব, মোঃ তারেক আহমদ, নাদির খান, খায়রুল হক খায়ের, আব্দুল ওয়াদুদ মিলন, মোঃ বাচ্চু মিয়া, সবুর আহমদ, মোঃ মিজান আহমদ, আব্দুল মুনিম, সেলিম আহমদ সেলু, ফখর উদ্দিন পংখি, রাজন মিয়া, আমিনুল ইসলাম আমিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যুতি এষ,

 

জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, মহানগর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকদের মধ্য থেকে ফয়েজ উদ্দিন মুরাদ, সাব্বির আহমদ, রফিকুল ইসলাম রফিক, রাজীব কুমার দে, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সৈয়দ লোকমানুজ্জামান, আব্দুস সবুর রাসেল, মিনহাজ পাঠান, সৈয়দ রহিম আলী রাসু, আলমগীর হোসেন, আব্দুল মালিক সেকু, সুলেমান হোসেন সুমন, জমজম বাদশা, আব্দুল মান্নান, কামাল আহমদ, সুলতান আহমদ,

 

মহানগর জাসাসের সদস্য সচিব রাসেল আহমদ রানা, শ্রমিদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদকদের মধ্যে ছালেক আহমদ, আকবর হোসেন কয়ছর, ফরহাদ আহমদ, সাইফুল আলম, মতিউর রহমান শিমুল, আব্দুর রহিম ও সনি আহমদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।