হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি আগামীকাল
২০১৮ সালের ক্ষমতাসীন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ৭ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের উদ্যোগে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচী আগামীকাল শনিবার (১৬ই সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
শনিবার ভোর ৬টায় থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট নগরের কিন ব্রিজ সংলগ্ন ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গনে আয়োজিত গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত থেকে সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।
কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী নেতৃবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য সংগঠনের সিলেট মহানগর শাখার সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব অনুরোধ জানিয়েছেন।
—বিজ্ঞপ্তি ।।