জাতীয় পার্টি কানাইঘাট-ওসমানীনগর উপজেলা ও কানাইঘাট পৌর কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠন

সুরমা টাইমস ডেস্কঃ

মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ও যথাসময়ে সম্মেলন না করায় কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে এবং পার্টির কার্যক্রম চলমান রাখার লক্ষে হাজী জালাল উদ্দিনকে আহবায়ক ও আব্দুর রহমান বারাকাতকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

রবিবার (১৬ জুলাই) সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাব্বীর আহমদ এবং জেলা সদস্য সচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ এর যৌথ স্বাক্ষরে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে উক্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উক্ত সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হলো এবং নবগঠিত আহবায়ক ও সদস্য সচিবকে আগামী ১৫ দিনের মধ্যে যৌথ স্বাক্ষরে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে অনুমোদন নেয়ার পরামর্শ দেয়া হয় এবং সম্মেলন প্রস্তুতি কমিটি ৩ মাসের মধ্যে সম্মেলন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করিবেন।

 

অনুরূপভাবে বর্তমান কানাইঘাট পৌর জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষনা করে নাজিম উদ্দিন (ঠিকাদার)-কে আহবায়ক ও কামরুজ্জামান কাজলকে সদস্য সচিব মনোনীত করা হয় এবং আহবায়ক ও সদস্য সচিবকে আগামী ১৫ দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে ৩ মাসের মধ্যে পৌর সম্মেলন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিমিত্তে কার্যকর ব্যবস্থা নেবেন। উক্ত সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হলো।

এদিকে জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত অপর বিজ্ঞপ্তিতে ওসমানী নগর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক দূর্বলতা ও অচলাবস্থা এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বর্তমান আহবায়ক সুফি মাহমুদ ও সদস্য সচিব শেখ আসাদুজ্জামান জুবায়ের এর কমিটি বাতিল ঘোষণা করে ১৪ সদস্য বিশিষ্ট সাংগঠনিক টিম গঠন করে দেয়া হয়েছে।

সাংগঠনিক টিমের দায়িত্বশীলরা হলেন সুফি মাহমুদ, সিদ্দিক আলী, ডা. আব্দুল মুমিন, আবুল কালাম, আশরাফ মিয়া সিরাজ, মকবুল হোসেন, মো. আশিক মিয়া, লুৎফুর রহমান ফয়ছল, আজিজুর রহমান, আফতাব আলী, মুহিম আলী, শেখ আব্দুল মালিক, আমিরুল ইসলাম শিকদার, মো. হুসিয়ার আলী মেম্বার। উক্ত সাংগঠনিক টিম আগামী ১ মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠন অথবা পূর্ণগঠন করে উপজেলার সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।