সুরমা টাইমস ডেস্কঃ
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে রেঞ্জার গ্রুপের শিক্ষা সফর সিলেট সদর উপজেলার ট্রি-টপ পার্কে শিক্ষা সফর উপলক্ষ্যে দিনব্যাপী আনন্দে উৎসব করেন রেঞ্জার গ্রুপের শিক্ষার্থীরা।
সোমবার (৫ জুন) সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শিক্ষা সফর উপলক্ষ্যে এই আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ, আঞ্চলিক সেক্রেটারী সাহানা জাফরীন রোজী, আঞ্চলিক কোষাধ্যক্ষ চৌধুরী ফেরদৌস আরা কামাল, জেলা কমিশনার সিদ্দিকা খাতুন, সদস্য শিপ্রা দেব, শাহানা বেগম,
শারমিন সুলতানা, ঢাকা গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাই হিউম্যান সাইন্সের সাজেদা খাতুন, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের মোছাম্মৎ মাহবুবা খানম চৌধুরী, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের তাসনীম বেগম, ওয়ারেন্ট গাইডার ও সহকারী শিক্ষক পূর্ণিমা রানী দাশ তালুকদার, দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের সহকারি শিক্ষক ও গাইডার অলকা দাশ, ট্রেইনার সুফিয়া বেগম। ঢাকা থেকে আগত রেঞ্জার শিক্ষার্থী ফরিদা আক্তার আন্না,
ফারিয়া আক্তার লায়লা, নুসরাত জাহান নিশাত, মনিষা বিশ্বাস, সুরাইয়া সুলতানা রত্না, ত্রোপা জাফরিন, কাজী তাহলিন জামান, জারিন তাসনিম, মারফুদা আক্তার হিরা, ফারহানা ফেরদৌস, সিফাত আরা বিথী, শারমিন সুলতানা সূচি, মোনালিসা মিমি, সায়মা আক্তার, সাজেদা খাতুন প্রমুখ। এছাড়াও সিলেট, দক্ষিণ সুরমা, সুনামগঞ্জ ও ঢাকার চারটি গ্রুপে ভাগ হয়ে ক্যাম্পে বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহণ করেন।