সিলেটে ফের বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেটে ফের বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। সিলেট দপ্তরের নিয়ন্ত্রনাধীন ৩৩ কেভি সোর্স লাইন এবং ১১ কেভি ফিডারের জরুরী মেরামত ও সংরক্ষণ এবং রাইট অফ ওয়ে বরাবর গাছ-পালার শাখা প্রশাখা কর্তন কাজের জন্য সিলেট মহানগরীর বেশ কিছু এলাকায় আগামীকাল বুধবার (২৪শে মে) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

৩৩ কেভি উপশহর ফিডারের আওতাধীন শিবগঞ্জ, উপশহর(ব্লক—এ, বি, সি, ডি, জে), তেররতন, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, সেনপাড়া, খরাদিপাড়া, লাকড়িপাড়া, মৌচাক, সাদিপুর, ভাটাটিকর, গোপালটিলা, বালুচর, আলুরতল, আরামবাগ, মিরাপাড়া, টুলটিকর, কল্যানপুর, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, নোয়াগাও, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, সোনাপুর, নয়াবস্তি এবং আশেপাশের এলাকাসমূহে আগামীকাল বুধবার (২৪শে  মে) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ।

এখানে উল্লেখ্য যে, নিরাপত্তার স্বার্থে উক্ত সাট—ডাউনের সময়কালীন সময় লাইন চালু বলে গন্য হবে। জনগণের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কতৃর্পক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।

বিষয়টি আজ মঙ্গলবার (২৩শে মে)  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।