সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করুন, গরীবের পাশে দাঁড়ান : প্রধানমন্ত্রী

সুরমা টাইমস ডেস্কঃ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার ঈদুল ফিতর উদযাপনকালে ঈদের আনন্দকে কাছের মানুষ এবং সমাজের দরিদ্র ও দুস্থ মানুষদের সাথে ভাগ করে নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঈদুল ফিতরের প্রাক্কালে আজ শুক্রবার প্রধানমন্ত্রী এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান।

 

তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ। আসুন পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সকল গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।”

মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতরের প্রাক্কালে প্রধানমন্ত্রী এক ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “আপনারা সবাই ভালো ও নিরাপদে থাকবেন, ঈদ মোবারক।”

তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর এসেছে। ঈদ-উল-ফিতর আমাদের মধ্যে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি।

 

 

 

—সূত্রঃ (বাসস)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।