রফিক উদ্দিন ট্রাস্ট ইউকের উদ্যোগে নগদ অর্থ বিতরণ
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ৩ শ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রফিক উদ্দিন ট্রাস্ট ইউকের উদ্যোগে আলহাজ্ব রইছ মিয়া স্কুল এন্ড কলেজের মাঠে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ফালাকুজ্জামান চৌধুরী জগলু, লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন,লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী লোকমান আহমদ, সমাজসেবী আনছার আহমদ,
সমাজসেবী ও শিক্ষানুরাগী আমিনুর রহমান চৌধুরী সিফতা, সমাজসেবী নানু মিয়া, সমাজসেবী আব্দুল হক জগলু মাস্টার, আলহাজ্ব রইছ মিয়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম আহমদ, সমাজসেবী শেখ মো. সেলিম প্রমুখ।
-বিজ্ঞপ্তি।