Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

কানাইঘাটে সুরমা নদীতে গরু পার করার সময় নিখোঁজ আব্দুর রবের লাশ উদ্ধার

কানাইঘাট প্রতিনিধি::

 

কানাইঘাটে সুরমা নদী দিয়ে গরু পার করার সময় পানিতে ডুবে নিখোঁজ আব্দুর রব নামের এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দিঘীরপাড় পূর্ব ইউপির দর্পনগর পশ্চিম (নয়াগ্রাম) এর বাসিন্দা আব্দুর রব (৬০) নামে এক বৃদ্ধ তার কয়েকটি গরু মমতাজগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদীর পানিতে নেমে গরুগুলো পার করার সময় পানিতে তলিয়ে যান।

 

তার পরিবারের লোকজন সহ স্থানীয়রা সুরমা নদীর আশপাশ স্থানে খোঁজাখুজি করে না পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল সুরমা নদীর আশপাশে তল্লাশী চালিয়ে আব্দুর রবের সন্ধান পাননি।

 

একপর্যায়ে বিকেল ৪টার দিকে স্থানীয় নক্তিপাড়া গ্রাম সংলগ্ন সুরমা নদীর পানিতে নিখোঁজ আব্দুর রবের লাশ ভেসে উঠে। পরে কানাইঘাট থানা পুলিশের
উপস্থিতিতে আব্দুর রবের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।