বিএনপির শীর্ষ নেতৃত্বের নাম জড়িয়ে তাদের চরিত্রহননের চেষ্টা চলছে-মির্জা ফখরুল

সুরমা টাইমস ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে সংগঠিত বিভিন্ন হত্যাকাণ্ডে বিএনপির শীর্ষ নেতৃত্বের নাম জড়িয়ে তাদের চরিত্রহননের চেষ্টা চলছে।

 

গতকাল সোমবার (১৪ই জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

 

মির্জা ফখরুল বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি না, তা নিয়ে সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে।

 

তিনি আরও যোগ করেন, বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা উদঘাটন করা হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

 

তিনি সরকারের সমালোচনা করে বলেন, ক্ষমতায় না থাকা সত্ত্বেও একটি বিশেষ দলের মিছিল ও অশ্লীল স্লোগানের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ডকে তিনি দেশের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেন।

 

নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে বিএনপি মহাসচিব বলেন, গুটিকয়েক দলের স্বার্থে দেশকে ব্যর্থতার দিকে ঠেলে দেওয়া যাবে না। ফ্যাসিবাদের যেকোনো প্রচেষ্টা আমরা রুখে দেব।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও এ জেড এম জাহিদ হোসেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।