সুরমা টাইমস ডেস্ক :
নির্বাচনের কথা যারা বলেন তারা লুটেরা-মাফিয়া শ্রেণি বলে মন্তব্য করেছেন লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।
তিনি বলেছেন, ‘আমরা লড়ছি অন্তর্বর্তী সরকারকে যেকোনো মূল্যে রক্ষা করার জন্য। তবে সরকারকে আমাদের কথা শুনতে হবে।’
গতকাল শনিবার (১৯শে এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। ‘রাষ্ট্র গঠনের সংস্কার কমিশনের প্রস্তাব ও তার বাস্তবতা’ শীর্ষক আলোচনার আয়োজন করে রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলন।
সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে ফরহাদ মজহার বলেন, ‘যারা বড় ধরনের একটি ঝুঁকি নিয়ে ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদ করেছে, আপনি তাদের জুলাই ঘোষণা দিতে দেননি। এটা অন্যায় কাজ হয়েছে।
আপনি এটা না করে তরুণদের সম্পর্কে যেসব কথা বলছেন, তাতে আমি ব্যথা পাচ্ছি। কারণ এরা তো এখন বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেছে। এই ঝুঁকির দায় কে নেবে? কারণ বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন সব একই জিনিস। এরা তো এদের (ফ্যাসিস্টবিরোধী তরুণ) বাঁচতে দেবে না।
অনেকে বলে, আমি নাকি নির্বাচন চাই না। অবশ্যই চাই। নির্বাচন ও রাষ্ট্র গঠন দুটি সম্পূর্ণ আলাদা জিনিস। অবশ্যই সরকার গঠনের জন্য নির্বাচন লাগবে।
এর বিরোধিতা আমি কখনো করিনি। শুধু তাই নয়, রাষ্ট্র গঠনের জন্যও নির্বাচন লাগবে। কিন্তু গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচন এক জিনিস নয়।’
বড় দলগুলো নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘তোমরা তো পরাজিত শক্তি শেখ হাসিনার মতোই। এখন তোমরা নির্বাচন, নির্বাচন করো। এ জন্য আমি বারবার বলি, নির্বাচনের কথা যারা বলেন, তারা লুটেরা ও মাফিয়া শ্রেণি।’
ড. ইউনূসের উদ্দেশে ফরহাদ মজহার বলেন, ‘আমরা লড়ছি অন্তর্বর্তী সরকারকে যেকোনো মূল্যে রক্ষা করার জন্য। তবে আমাদের কথা আপনাকে শুনতে হবে।
অতিদ্রুত আপনার সঙ্গে দেখা করতে চাই।’ তিনি বলেন, ‘আমরা ড. ইউনূসের সঙ্গে শতভাগ আছি। কিন্তু আমরা কথা বলতে চাই। আমাদের কথা তাকে শুনতে হবে।’
রাজনীতির সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই- এমন ব্যক্তিদের এনে সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, ‘বুদ্ধিজীবীরা তাদের একটা গঠনতন্ত্র করতে হলে কী কী লাগবে, এটার উদ্যোগ নিতে পারতেন। প্রস্তাব করতে পারতেন।
কিন্তু ইউনূস সাহেব কী করলেন, তিনি বাইরে থেকে কিছু লোক নিয়ে এলেন, রাজনীতির সঙ্গে যাদের কোনো সংশ্লিষ্টতা নেই। জনগণের সঙ্গে যাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’
যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কাদের প্রতিনিধিত্ব করেন- এমন প্রশ্ন তুলে ফরহাদ মজহার বলেন, ‘এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কিন্তু বাংলাদেশে কি কোনো লোক ছিল না? এরা এনজিওর সঙ্গে কাজ করেছে, বিদেশিদের সঙ্গে কাজ করেছে।’
বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, “কয়েক দিন আগে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে, ‘ফরহাদ মজহারের পার্টির কী খবর?’ আরে আমি তো পার্টি বানাইনি। আমি একটা মানবাধিকার সংগঠন বানিয়েছি।
সেখানেও আমি পরিষ্কার বলেছি যে, আগামী দিনে গণ-অভ্যুত্থান আসছে। এরপর কী কী কাজ করতে হবে সেটাও উল্লেখ আছে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ও রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলনের আহ্বায়ক মো. দেলোয়ার হোসাইন। বক্তব্য রাখেন জুলাই সংগ্রাম পরিষদের মুখপাত্র আজহার হোসেন লিংকনসহ অন্যরা।