সুরমা টাইমস ডেস্ক :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় আজ সোমবার রাত ১১টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান বলেন, হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি তিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয় তার বাসায়। তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানায় আনা হয়েছে।
গত ৫ অগাস্ট গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠনের পর আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্য, আওয়ামীলীগের ঘনিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও পুলিশসহ অনেকে একে একে গ্রেফতার হতে থাকেন।
সরকার পতনের আট মাসের মাথায় এবার গ্রেফতার করা হয় ব্যারিস্টার তুরিন আফরোজকে।