জাতীয় বীর, জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের মৃত্যুতে জাসদের শোক

সুরমা টাইমস ডেস্কঃ

 

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, সিলেট মহানগর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ ও সাধারণ সম্পাদক গিয়াস আহমদ।

আজ শুক্রবার এক শোক বার্তায় জাতীয় বীর, জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন এবং গুণগ্রাহীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

 

তারা সিরাজুল আলম খানের প্রতি দলের পক্ষ থেকে সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে বলেন, ৬০ দশকে বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম-স্বাধীকার সংগ্রাম, ৬৯ এর ঐতিহাসিক গণঅভ্যূত্থান-স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের মাঠে অগ্রণী ও অন্যতম প্রধান চিন্তক ও সংগঠক হিসাবে সিরাজুল আলম খানের ঐতিহাসিক ও কিংবদন্তীতুল্য ভূমিকা ও অবদানের জন্য তিনি বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

 

রাজনৈতিক মতপার্থক্যের কারণে জাতির জন্য তার এই ঐতিহাসিক ভূমিকা ও অবদান কখনই ম্লান হবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।